Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২৩

মিশন ও ভিশন

১. ভশিন  ও মশিন 

ভশিন :
ব্যবহারকি ক্লাস, শল্পি কারখানা পরর্দিশন, শল্পিকারখানায় সংযুক্তি ও প্রজক্টে কার্যক্রমকে গুরুত্বের সহিত বিবেচনা কওে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজাওে গ্রহনযোগ্যতা অর্জন এবং ক্ষেত্র বিশেষে পাশকৃত গ্রাজুয়েটদেরকে উদ্যোক্তা হওয়া ও উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করা।

মশিন 
ব্যবহারিক ক্লাস কার্যক্রমকে গুরুত্ব দেওয়া।
শিল্প কারখানা পরিদর্শন ও শিল্প কারখানায় সংযুক্তি কার্যক্রমকে জোরদার করা। ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রকল্প কার্যক্রম গ্রহণ করে ৪ওজ (৪ঃয ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ)মোকাবেলা করা। 
প্লেসমেন্ট সেলের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের সহিত যোগাযোগ রক্ষা করা। 
উদ্যোক্তা তৈরিতে ব্যাংক ঋণ গ্রহণের বিষয়ে উপদেশ, নির্দেশনা ও সহযোগিতা করা। 
৪ওজ এর উদ্দেশ্য বাস্তবায়নে ডিপ্লোমা গ্রাজুয়েটদেরকে উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। 
বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা। 
দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে সম্মান প্রর্দশন করা। 
কারিগরি শিক্ষা ব্যবস্থায় সংশ্লিষ্ট সকলকে সময়ের প্রতি সম্মান প্রদর্শন করা। 
কারিগরি শিক্ষা ব্যবস্থায় সংশ্লিষ্ট সকলকে ঈড়সঢ়ঁঃবৎ খরঃবৎধপু বিষয়ের পারদর্শি হওয়া ।
ইন্ডাস্ট্রিস লিংকেজ বৃদ্ধিকরন।